প্রকাশিত: Sun, Jun 23, 2024 10:55 AM
আপডেট: Fri, Jun 28, 2024 11:15 AM

[১] বিশ^ লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে পারে না: জাতিসংঘ মহাসচিব

রাশিদুল ইসলাম: [২] ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহ’র মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জাতিসংঘের মহাসচিব আন্তোনিয় গুতেরেস বলেন, আরেকটি যুদ্ধ আসছে। গুতেরেস শুক্রবার ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সম্ভাব্য বিধ্বংসী সংঘর্ষের ঝুঁকির দিকে ইঙ্গিত করে একথা বলেন। আরটি

[৩] বুধবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ সতর্ক করে দিয়ে বলেছেন, তারা ইসরায়েলের সাথে পূর্ণ মাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত এবং আরও বৃদ্ধির ক্ষেত্রে ইহুদি রাষ্ট্রের উত্তরাঞ্চলে আক্রমণ করতে পারে। গত সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় গ্রুপের সিনিয়র কমান্ডার হজ সামি তালেব আবদুল্লাহ নিহত হওয়ার পর এই বিবৃতি এসেছে।

[৪] জাতিসংঘের মহাসচিব এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘একটি তাড়াহুড়োমূলক পদক্ষেপ - একটি ভুল গণনা - এমন একটি বিপর্যয় ঘটাতে পারে যা সীমান্তের অনেক বাইরে চলে যায় এবং স্পষ্টতই, তা কল্পনার বাইরে।’

[৫] জাতিসংঘের মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘বিশ্ব লেবাননকে আরেকটি গাজায় পরিণত করতে পারে না।’ তিনি উভয় পক্ষকে শান্তির জন্য ‘জরুরিভাবে পুনরায় প্রতিশ্রুতি’ দেওয়ার আহ্বান জানান। 

[৬] তিনি বলেন, ‘বিশ্বকে স্পষ্টভাবে বলতে হবে, অবিলম্বে ডি-এস্কেলেশন কেবল সম্ভব নয় - এটি অপরিহার্য, গুতেরেস বলেন। তিনি বলেন, লেবানন এবং ইস্রায়েল উভয়েই ইতিমধ্যে অনেক লোক প্রাণ হারিয়েছে বা তাদের বাড়িঘর থেকে বিতাড়িত হয়েছে। এর কোনো সামরিক সমাধান নেই।’

[৭] কোনো সুনির্দিষ্ট বিবরণ প্রদান না করে গুতেরেস বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীরা ইতিমধ্যেই ‘অত্যন্ত চ্যালেঞ্জিং পরিবেশে উত্তেজনা কমাতে এবং ভুল গণনা প্রতিরোধে সহায়তা করার জন্য কাজ করছে।’

[৮] ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে রকেট বিনিময় গত নয় মাসে ৫৩ হাজারের বেশি ইসরায়েলি এবং প্রায় ১ লাখ লেবানিজকে তাদের বাড়িঘর ছেড়ে  চলে যেতে হয়েছে।

[৯] এই সপ্তাহের শুরুতে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ সতর্ক করে বলেন যে পশ্চিম জেরুজালেম একটি সিদ্ধান্তের ‘খুব কাছাকাছি’ যা হিজবুল্লাহ বিরুদ্ধে ‘খেলার নিয়ম পরিবর্তন করবে।’ সম্পাদনা: ইকবাল খান